মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আকোব্বর আলী (৬০) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার জোতপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আকোব্বর আলী কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।
নিখোঁজ আকোব্বর আলীর ছেলে আসাদুল্লাহ বলেন, আজ বিকেলে যমুনায় নৌকা ঘোরানোর সময় হালের বাড়ি লেগে নদীতে পড়ে যান তার বাবা। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছে না।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক বলেন, জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছেন।