যশোর প্রতিনিধি : যশোরে পরকীয়ায় জড়িয়ে অভিনব কৌশলে স্বামী হত্যায় স্ত্রী আটকের পর প্রেমিক রবিউলকে গ্রেফতার করেছে র্যাব। বিজ্ঞ আদালতে এই দুই অভিযুক্ত ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইমরান আহমেদের কাছে এরা খুনের দায় স্বীকার করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী শেফালী ও র্যাবের কাছে প্রেমিক যুবক রবিউল হত্যার দায় স্বীকার করেছেন। তারা পারস্পারিক যোগসাজসে স্বামী জহির হাসানকে হত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে হত্যাকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ নিহতের স্ত্রী অভিযুক্ত শেফালী বেগমকে আটক করে। বুধবার (১০ মে) দুপুরে রবিউলকে গ্রেফতার করে যশোর র্যাব। এরপর তাদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। ঐদিনই তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, অভিযুক্ত শেফালী বেগম হত্যার দায় স্বীকার করেছেন। একই দিন বিকেলে র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান সংবাদ সম্মেলন করে জানান-খুনের মোটিভ উদঘাটন হয়েছে। শেফালীর পরকীয়া প্রেমিক গ্রেফতার রবিউল হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।