যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ বার্মিজচাকুসহ অপহরণকারী কিশোর গ্যাং -এর ৬ সদস্য রাব্বি (২০), রায়হান অরফে জাহিদুল (১৯), অপূর্ব হাসান (২২), মোঃ শাকিল হোসেন (২০), দ্বীপ আহম্মেদ অরফে আরাফাত (১৯) ও তোহিদ (৩৪)কে ৫টি বার্মিজ চাকুসহ গ্রেফতার। শনিবার (৮ এপ্রিল) কোতয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাব্বি যশোর সদরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত সুরুজ মিয়ার ছেলে, রায়হান শেখহাটি কালীতলার আব্দুল কাদেরের, অপূর্ব একই এলাকার মৃত বাবুর, দ্বীপ জেল রোড বেলতলার রাজু আহম্মেদের, শাকিল সাতমাইল দোহার পাড়ার মৃত বাবুলের ও তৌহিদ ঝুমঝুমপুর ময়লা খানা নিরিবিলি এলাকার আইয়ুবের ছেলে।
এসময় অপহৃত দুই যুবক বোরহান ও নাজমুলকে উদ্ধার করা হয়েছে এবং মুক্তিপন আদায়ের ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সফিকুল আলম চৌধুরী বলেন, আসামিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের মধ্যে রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও দ্রুতবিচার আইনের তিনটি মামলা রয়েছে। আরাফাতের বিরুদ্ধে অপহরণ সহ ধর্ষনের অভিযোগ, দ্রুত বিচার ও চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.