যশোরে কতোয়ালী থানাধীন মোবারককাটি এলাকা থেকে মেহেদী হাসান সাকিব (১৯) কে আটক করে র্যাব-৬ যশোর। এসময় তার নিকট থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন ও দেশীয় তৈরি ০১টি ওয়ান শুটারগান জব্দ করা হয়।
যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন,০৯ /২/২৩ইংরোজ বৃহস্পতিবার ১১.৪৫মি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান সাকিবকে আটক সহ জব্দকৃত আলামত কোতয়ালী মডেল থানায় হস্তান্তর পূর্বক অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।