
যশোর প্রতিনিধি: যশোর শহরের রেলগেট এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ১৬ মামলার আসামি কুদরত খানকে (৩৫) আটক করেছে র্যাব সদস্যরা।
গতকাল রাতে শহরতলীর পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কুদরত খান চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনির মৃত ফারুক হোসেনের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, সন্ত্রাসী কুদরত খান পুলেরহাট এলাকায় আত্মগোপন করে রয়েছেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর, নড়াইল ও মাগুরা থানায় হত্যা, বিস্ফোরক, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৬ মামলা রয়েছে। তাকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।