
যশোর প্রতিনিধি : যশোর জেলার কোতয়ালী থানা এলাকা হতে বিস্ফোরক মামলার ০৩ জন ও হত্যা চেষ্টা মামলার ০১ জন এবং অস্ত্র মামলার ০১ জন সহ মোট ০৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাকিব হাসান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিভিন্ন সময় নাশকতায় সৃষ্টি করে জনগণের জান ও মালের ক্ষতিসাধন করার অপরাধে রুজুকৃত মামলার কয়েকজন পলাতক আসামী যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর ও খড়কী এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ইং ১৩ আগষ্ট ২০২৩ তারিখ রাতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর ও খড়কী এলাকায় দীর্ঘ ০৩ ঘন্টা যাবত রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেন। এসময় বিস্ফোরক মামলার পলাতক আসামী (১) আব্দুর মালেক (৪২), পিতা- ইনতাজ আলী, সাং-চোপদার পাড়া হারুন কলোনী শংকরপুর, (২) ইমরান (৩৪), পিতা- ইমরাজ, সাং-চোপদার পাড়া শংকরপুর, (৩) মোঃ পলাশ ধলা (৩৫), পিতা- ওয়াজেদ আলী, সাং- খোড়কী দক্ষিণপাড়া, সর্ব থানা- কোতয়ালী, জেলা- যশোর ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী (৪) মোঃ মুন্না (৪০), পিতা- মৃতঃ নুরু মস্ত্রিী, সাং- আঃ করমি রোড় খড়কি মোড়, থানা- কোতয়ালী, জেলা- যশোর এবং অস্ত্র মামলার পলাতক আসামী ৫। মোঃ রাজু মোল্যা (৩৬), পিতা- মোঃ রওশন মোল্যা, সাং-নারাঙ্গালী, থানা- কোতয়ালী, জেলা- যশোরদরে’কে গ্রফতোর কর। গ্রেফতারকৃত আসামী মোঃ পলাশ ধলা (৩৫) এর বিরুদ্ধে ০৪ টি বিস্ফোরক মামলা, ০১ টি অস্ত্র মামলা ও ০১ টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।