ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ

মো:কাওসার, রাঙামাটি: দেশব্যাপী বিএনপি -জামাত কতৃক হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যর প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সোমবার (৩১ জুলাই) সকাল ১০:৩০ মিনিটে রাঙামাটি শহরের পৌর চত্ত্বর থেকে শান্তি সমাবেশের একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরুপ পুলিশবক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা যুবলীহের সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সাধারন সম্পাদক হাজী মুছা মাতাব্বর সহ জেলা আওয়ামীরীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথীর বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,ভোট চুরির ইতিহাস আওয়ামীলীগের নেই, বিএনপির ভোট চুরির ইতিহাস রয়েছে। মাগুরার নির্বাচনের কথা এদেশের মানুষ জানে। তাছাড়া, দুই কোটি ভূয়া ভোটার বিএনপি তৈরী করেছিলো। বিএনপি নির্বাচন বানচালের অপতৎপরতায় লিপ্ত, তাদেরকে সকলে মিলে প্রতিরোধ করতে হবে।
এছাড়া, সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আলমে থেকে যে উন্নয়ন হয় নাই গত ১৫বছরে আওয়ামীলীগ সরকার হাত ধরে সারাদেশ ব্যাপি সেই উন্নয়ন হয়েছে। দেশের জনগনের জীবনযাত্রা এগিয়ে গেছে। আজকে গনতন্ত্র নামে বিএনপি জামাত জনগন থেকে প্রত্যেখান হয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যর বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, একটি অসম্প্রদায়িক, খুদা মুক্ত, দ্ররিদ্রমক্ত, বৈষম্য মক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমনয়ে বাস্তবায়ন হচ্ছে। তারা আরো বলেন, আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে বাঁধাগ্রস্থ করতে জামাত বিএনপি ষড়যন্ত্রের নীলনকশা করছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকাতে হবে। আওয়ামীলীগ সরকার ছাড়া এদেশে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে আগামীতেও আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকলে দেশ ও জাতি এগিয়ে যাবে বলে মন্তব্য সমাবেশে বক্তাদের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ

আপডেট সময় ০১:২০:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

মো:কাওসার, রাঙামাটি: দেশব্যাপী বিএনপি -জামাত কতৃক হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যর প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ করেছে রাঙামাটি জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সোমবার (৩১ জুলাই) সকাল ১০:৩০ মিনিটে রাঙামাটি শহরের পৌর চত্ত্বর থেকে শান্তি সমাবেশের একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরুপ পুলিশবক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা যুবলীহের সভাপতি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সাধারন সম্পাদক হাজী মুছা মাতাব্বর সহ জেলা আওয়ামীরীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথীর বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,ভোট চুরির ইতিহাস আওয়ামীলীগের নেই, বিএনপির ভোট চুরির ইতিহাস রয়েছে। মাগুরার নির্বাচনের কথা এদেশের মানুষ জানে। তাছাড়া, দুই কোটি ভূয়া ভোটার বিএনপি তৈরী করেছিলো। বিএনপি নির্বাচন বানচালের অপতৎপরতায় লিপ্ত, তাদেরকে সকলে মিলে প্রতিরোধ করতে হবে।
এছাড়া, সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আলমে থেকে যে উন্নয়ন হয় নাই গত ১৫বছরে আওয়ামীলীগ সরকার হাত ধরে সারাদেশ ব্যাপি সেই উন্নয়ন হয়েছে। দেশের জনগনের জীবনযাত্রা এগিয়ে গেছে। আজকে গনতন্ত্র নামে বিএনপি জামাত জনগন থেকে প্রত্যেখান হয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যর বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, একটি অসম্প্রদায়িক, খুদা মুক্ত, দ্ররিদ্রমক্ত, বৈষম্য মক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রমনয়ে বাস্তবায়ন হচ্ছে। তারা আরো বলেন, আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে বাঁধাগ্রস্থ করতে জামাত বিএনপি ষড়যন্ত্রের নীলনকশা করছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকাতে হবে। আওয়ামীলীগ সরকার ছাড়া এদেশে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে আগামীতেও আওয়ামী লীগের সরকার ক্ষমতা থাকলে দেশ ও জাতি এগিয়ে যাবে বলে মন্তব্য সমাবেশে বক্তাদের।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/bestweb/p...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('transient') #2 {main} thrown in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34