মো:কাওসার, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন রাঙ্গামাটিতে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রোববার ২৩ জুলাই সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবযোগদান কৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাংবাদিকরা হচ্ছে দর্পণস্বরূপ, তারা দেশ এবং জনগণের বন্ধু। সাংবাদিকদের মাধ্যমে জনগণ সঠিক তথ্য জানতে পারে। তাই সাংবাদিকদের সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট এবং মনোযোগী হতে হবে। নিজ জেলা রাঙামাটির সুনাম ক্ষুন্ন হয় এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ সহ কর্মরত সংবাদ কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.