
মোঃ কাওসার, রাঙ্গামাটি
গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটি পর্যটনের ঝুলন্ত সেতুর পাটাতন তলিয়ে গেছে।
শুক্রবার ২৩ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা যায় পাটাতনের উপরে প্রায় ৫-৬ ইঞ্চি উপর দিয়ে হ্রদের পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে ঝুলন্ত ব্রিজ এ পর্যটক চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, উজান থেকে নেমে আসা ঢলের কারনে পানি বেড়ে যাওয়ায় সেতু ডুবে গেছে। দর্শনার্থীদের জন্য চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ চলছে। দ্রুত পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে রাঙ্গামাটিতে টানা বর্ষণ কমে আসলেও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। লেকের তীরবর্তী অনেকের বাসস্থানে প্রবেশ করেছে হ্রদের পানি।