মো:কাওসার, রাঙ্গামাটি
রাঙ্গামাটি শহরের চম্পকনগরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় উপর থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মো:আয়ূব হেলাল (৩৫)। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী এবং শহরের তবলছড়ি ওয়াপদা কলোনীর বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন। তিনি জানান, চম্পকনগরে আমাদের কাজ চলছিলো। বিদ্যুতের লাইন বন্ধ ছিলো, এখনো সে লাইন চালু করা হয়নি। তিনি কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায় বলে আমি জানতে পেরেছি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা: শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে একজন কে আনা হয়। তবে আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাই তিনি হাসপাতালে আসার পূর্বে মারা গেছেন।