স্টাফ রিপোর্টারঃ
আজ ২৯ ডিসেম্বর বিকাল ৩ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীর শঙ্কর এলাকায় সমাবেশ করেছে দর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক হাসান আল মেহেদী এবং পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা নগর শাখার সহসভাপতি প্রীতম ফকির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক নাইম খাঁন। বক্তারা বলেন, “আমরা লক্ষ্য করেছি, দেশজুড়ে এত আন্দোলন হবার পরও ধর্ষণের ঘটনা এখনও চলছেই। সেই সাথে থামেনি এর নৃশংসতাও। আমাদের ৯ দফা দাবি বাস্তবায়নেরও কোন ধরণের আলাপ আলোচনা নেই। শুধুমাত্র সর্বচ্চো শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েই দায়সারা ভাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার এক ঘৃণ্য চেষ্টা আমরা দেখেছি। কিন্তু আমাদেরকে আন্দোলন থামালে চলবে না। এটি একটি দীর্ঘস্থায়ী আন্দোলন এবং একই সাথে এটি সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথেও যুক্ত। তাই আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাই, আন্দোলনে সামিল হোন। ঢাকার বিভিন্ন এলাকায় এলাকায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সকল সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন”।