(আগরতলা 15/11/2020)
রাজনীতি যে
দাবার গুটি
খেলায় চালাক যারা,
অন্য লোকে
খেলতে গেলে
যাবে প্রাণে মারা |
গুন কিছু
থাক বা না থাক
থাকতে হবেই টাকা,
তা হলে
চিন্তা কিসের
থাকবে টিকেট পাকা |
রোজ সকালে
নাস্তা হবে
লাজ সরমের মাথা,
মিথ্যা কথায়
ডিগ্রী থাকলে
থাকবে আসন পাতা |
লিখতে গেলে
ভাঙে কলম
যায় আসে কি তাতে,
হাজার লোকে
খাড়া থাকে
কলম নিয়ে হাতে |
একটুখানি
ছুঁইয়ে দেবেন
এইতো নেতার কাজ,
তোমার আমার
চোখের সামনে
সত্য এটিই আজ |
লেখাপড়া
শিকেয় ছিলো
আজো শিকেয় আছে,
তবুও নেতার
গুন কীর্তনে
লোকতো মেতে আছে |
বিদ্যা বুদ্ধি
আদব কায়দা
দরকার কেনো হবে,
বাবার পরে
ছেলে নেতা
বাবার আসন পাবে |
তারা ভাবে
দেশটা তাদের
করদ রাষ্ট্রের মতো,
প্রজারা সব
টানবে ঘানি
কুলুর বলদ যতো |
বিপদ আপদ
যতই আসুক
করেনা কিছু ভয়,
নেতারা সব
ভালোই থাকেন
নেতারই হয় জয় |
কিন্তু একটা
খটকা লাগে
ভোটের সময় হলে ,
কি জানি হয়
কি জানি হয়
লাগলে কাঠি ঢোলে |
নেতা নাচে
ভোটার নাচে
গণদেবতার পূজা,
গণেশ যদি
উল্টিয়ে যায়
উল্টায় দশভূজা |
নেতা তখন
পালিয়ে বেড়ায়
প্রাণ বাঁচানো দায়,
কপাল ঠোকে
মনের দুঃখে
করে হায় হায় |