
মোঃ ছানা উল্যাহ, নোয়াখালী
লক্ষীপুর জেলার রামগঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ ও মাঠ পালিত হয়।
শুক্রবার (১মার্চ) চাটখিল ও রামগঞ্জের কৃষকদের মাঝে উক্ত প্রশিক্ষণ দেওয়া হয়।
বিজ্ঞানীদের প্রযুক্তি কাজে লাগিয়ে মাটি ছাড়াই কিভাবে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদন করা যায় সে বিষয়ের উপর চাটখিল ও রামগঞ্জের কৃষকদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অবহেলিত কচুরিপানা, বাঁশ, দুলালী লতা ও প্রযুক্তি ব্যবহার করে অধিকতর পুষ্টি সমৃদ্ধ ক্যান্সার প্রতিরোধী বিভিন্ন সবজি ও মসলা চাষের উপর উক্ত প্রশিক্ষণের পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করার ব্যাপারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভবিষ্যতে উক্ত প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক প্রতিকূল পরিবেশে সবজি ও মসলার চাহিদা পূরণে প্রযুক্তির বিকল্প নেই বলে বিজ্ঞানীরা আলোচনা করে। উক্ত অনুষ্ঠানে কৃষকের সার্বক্ষনিক কাজে লাগে এমন দুটি স্পে মেশিন পুরষ্কার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. মোস্তাফিজুর রহমান তালুকদার ; প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা RARS, বরিশাল।
বৈজ্ঞানিক সহকারী মো: আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডঃ বিমল চন্দ্র কুন্ডু; মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, RARS, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আলিমুর রহমান; প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, RARS, বরিশাল। ডঃ মিঞা মোঃ বশির ; SSO, OFRD, BARI, নোয়াখালী। মোহাম্মদ রাশেদুল ইসলাম বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল প্রমুখ।