
গনেশ চন্দ্র চাকী
দেখ রাম রহিম দুই ভাই চলছে আনন্দে।
একজন ফিরছে মন্দির থেকে অন্য জন মসজিদ থেকে।
তাদের দেখে যেন মনে হচ্ছে তারা যাচ্ছে হাত ধরাধরি করে।
তাই তো এমন হয় যেখানে ৮৭% হিন্দু সেখানে বিজেপি হারে।
আবার যেখানে ৬৮% মুসলিম সেখানে কংগ্রেস জেতে।
এভাবেই তো হিন্দু মুসলিম রইবে মিলে মিশে।
ধর্ম যার যার তার তার রইবে না কোনো বাধা।
হিন্দুদের জন্য ভগবান আর মুসলিমদের খোদা।