এমএ বার্ণিক
খ্যাতিমান ভাষা-আন্দোলনের গবেষক অধ্যাপক এম এ বার্ণিক বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার দাবি মানা না-হলে, পাকিস্তান বিচ্ছিন্ন করে পূর্ব-পাকিস্তান(বাংলাদেশ) স্বাধীন করা প্রথম ঘোষণা দিয়েছে তমদ্দুন মজলিস। ভাষা-আন্দোলনের জনক সংগঠন তমদ্দুন মজলিসের ৭৭-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকার গুলশানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এই তথ্য তুলে ধরেন। ইতিহাস গবেষণা সংসদের এ আলোচনা সভা আজ পূর্বাহ্নে অনুষ্ঠিত হয়।
—-অধ্যাপক ড. মাহবুবর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইতিহাসবিদ অধ্যাপক ড. হারুন রশীদ, অধ্যাপক আহসান হাবীব ও ড. কামরুন নাহার।
—অধ্যাপক এম এ বার্ণিক তাঁর বক্তৃতায় আরও বলেন, তমদ্দুন মজলিস পাকিস্তান সৃষ্টির সতেরো দিনের মাথায় ১ সেপ্টেম্বর ১৯৪৭ তারিখ থেকে রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা করে। অধ্যাপক আবুল কাসেম ছিলেন রাষ্ট্রভাষা আন্দোলনের জনক ও স্থপতি।
—অধ্যাপক বার্ণিক আরও জানান, পাকিস্তান সৃষ্টির ১ মাসের মাথায় ১৫ সেপ্টেম্বর ভাষা-আন্দোলনের ঘোষণাপত্র পুস্তিকা “পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু” প্রকাশ করেছিলো তমদ্দুন মজলিস। উক্ত ঘোষণাপত্রে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের আলোকে অধ্যাপক আবুল কাসেম পূর্ব-পাকিস্তানের সারভৌম স্বাধীনততার যৌক্তিকতা তুলে ধরেছেন, যে ইতিহাস মুছে ফেলানোর চেষ্টা দু:খজনক।