মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ ১২ জুন ২২ ইং ভারতের বিজেপি দুই নেতা কর্তৃক রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে আল জামিয়াতল ইসলামীয়া দারুল উলুম বরুড়া মাদরাসার উদ্যেগে কুমিল্লার বরুড়া বাজার পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ নোমান, নায়েবে মুহতামাম মুফতি মাওলানা মোঃ সালমান, মুফতি জহিরুল ইসলাম, মুফতি মোঃ ইলিয়াছ হোসেন প্রমুখ।
জোহরের নামাজ আদায় করে মাদরাসার শিক্ষার্থী ও অনেক অভিভাবক সমবেত হয়ে মাদরাসা থেকে মিছিল টি বের হয়ে বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধ্যে বাজার বরুড়া প্রেসক্লাব সংলগ্ন প্রতিবাদ সমাবেশ করেন। হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।