
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
রবিবার (১২মে) প্রকাশিত পরীক্ষার ফলাফলে কুমিল্লা জিলা স্কুল বিজ্ঞান (দিবা) বিভাগের ছাত্র মো: রাহিবুল ইসলাম তাবিব জিপিএ ৫পেয়েছে। সে সকল বিষয়ে A+পেয়েছে।
তার মোট প্রাপ্ত নাম্বার ১২২১।
রাহিবুল ইসলাম তাবিব কুমিল্লা দায়রাজজ আদালতে এপিপি এবং লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হীরার পুত্র। সে পিএসসি পরীক্ষায় ও বৃত্তি লাভ করেছে। তার একমাত্র বোন মিফতাহুল জান্নাত রিসতা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যায়নরত। সে সকলের দোয়া প্রার্থী।