
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের কনিষ্ঠ পুত্র জিটিভির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক গোলাম আশরিয়া বাপ্পি’র রোগ মুক্তি কামনায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। গতকাল ৯ জুলাই রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া ইসলামীয়া মাদ্রাসায় দোয়া এবং উত্তর কায়েতপাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী বনদূর্গা সেবাশ্রম মন্দিরে প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সভাপতি কামাল আহমেদ রঞ্জু, স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আকতার ফকির, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সালাম মোল্লা, সাধারণ সম্পাদক রঞ্জিত, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো রাসেল, সাংগঠনিক সম্পাদক রিজভী, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শ্রী জীবন সরকার, সহ সভাপতি শ্রী কালীপদ সরকার, সাধারণ সম্পাদক শ্রী জগৎ চাঁন সরকার। শ্রী শ্রী বনদূর্গা সেবাশ্রম মন্দিরের সভাপতি- শ্রী সুনীল সরকার, সাধারণ সম্পাদক শ্রী শংকর সরকার, কোষাধ্যক্ষ শ্রী সুশীল সরকার প্রমূখ।
পরে মাদ্রাসার ছাত্রদের মধ্যে তবারক ও মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়।