
নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার আঠারোবাকী নদী থেকে ৭ অক্টোবর শনিবার বিকেলে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। পুলিশ ও প্রতাক্ষ্যদর্শী সূত্রে জানা যায় ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের চরপাড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনুচ আলী শিকদারের মৎষ্য ঘেরের সামনে আঠারোবাকী নদীতে হাত পা ও মুখ বাধা অবস্থায় শনিবার সকালে স্থানীয় লোকজন এক অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে নৌপুলিশ, পিবিআই, সিআইডি ও থানা পুলিশের সমন্নয়ে যুবকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায় নি। ধারনা করা হচ্ছে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের কিরামত মুন্সির ছেলে রবিউল মুন্সি (৩০) হতে পারে।