
নাহিদ জামান, খুলনা
রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে, মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য মৎস্য র্যালি, উপজেলা সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্তকরন, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, আওয়ামীলীগ নেতা মুনীর হোসেন মোল্যা, উপজেলা হাট বাজার বণিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলী, ইউপি সদস্য স্বপ্না রানী পাল।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফুয়াদ উদ্দিন।
সফল মৎস্য চাষী উদোক্তার বক্তৃতা করেন মোঃ মহিদুল ইসলাম শেখ, ইন্দ্রজিত বিশ্বাস, মহিবুল ইসলাম মোড়ল, সিরাজুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে ৯ জন ক্লাষ্টার সফল মৎস্য চাষিদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।