নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
রূপসায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তলন, সমবায় পতাকা উত্তলন, র্যালী আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, বিআরডিবির ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল।
স্বাগত বক্তৃতা করেন সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদ।
সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সহকারী পরিদর্শক শেখ মোহাম্মদ আলী, আলী হায়দার খান,সমবায়ী রবিউল ইসলাম,রনজিত বিশ্বাস,ইউসুফ শেখ,আশিষ রায়, বিশ্বজিত পাল, রঞ্জু হালদার,মোল্যা কবীর হোসেন,গৌতম শীল,জন দাস, ইন্দ্রজিত বিশ্বাস প্রমূখ।