
প্রতিবন্ধী মানুষের সংগঠন ডাঃ খান শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক সুবর্ণ নিউজ। সুবর্ণ নাগরিক প্রতিবন্ধীদের সম্মানে ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে ডিকেএস ফাউন্ডেশন ভবন রূপসা উপজেলা সদরস্থ টিএনটির চত্বরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হ য়।
‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ এই প্রতিপাদ্য নিয়ে ২ এপ্রিল রবিবার বিকালে ১৬তম বিশ্বঅটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে সুবর্ণ নাগরিকদের মাঝে ইফতার ও হুইল চেয়ার বিতরণ করেন সংগঠন টি।
ডিকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং দৈনিক সুবর্ণ নিউজ এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক ডা: খান মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনের ভূমি মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সুবর্ণ নিউজের সম্পাদক নাহিদ জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সোহেল জুনায়েদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,সহ-সভাপতি এম মুরশিদ আলী, সাংগঠনিক সম্পাদক আ:মজিদ শেখ,রূপসা প্রেসক্লাব
সহ-সভাপতি খান মিজানুর রহমান , সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী,সদস্য আক্তার খান।
ডিকেএস ফাউন্ডেশনে মহাসচিব হাকিম সাইফুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খান। আইন বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ কুশারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বিজন বিশ্বাস প্রমূখ।