নাহিদ জামান, খুলনা
রূপসায় সামাজিক ও সেবামূলক সংগঠন সবুজ সংঘ কর্তৃক তালের চারা রোপণ কার্যক্রম ১৩ সেপ্টেম্বর শুক্রবার শেষ হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সেবামূলক সংগঠন সবুজ সংঘ এমন ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া সংগঠনটি বনায়ন ও প্রাকৃতিক দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছায় রক্তদানসহ নানাবিধ সামাজ উন্নয়ন ও মানব সেবার দৃঢ়লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে।
এছাড়া সংগঠনের পরিকল্পনায় রয়েছে। প্রতি সিজনে ১ হাজার করে ২০ হাজার তালের আটি রোপণ। এই সিজনের ১ হাজার তালের আটি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় রোপন করা সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসা সবুজ সংঘের প্রতিষ্ঠাতা মোঃ শাহাবুর খান, সদস্য বৃন্দ মোঃ রুস্তম মোল্লা, শামীম শেখ, ইফতেখার আলী সোহাগ, রাজিব মোল্লা, মোঃ মুজাহিদ শেখ, আব্দুল্লাহ পাইক, রিপন খান, রায়হান খান(বাবু), মোঃ রিদয় হোসেন, সিমা খাতুন, ওসমান গনি, আমানুল্লাহ খাইরুল হোসেন,আরো অনেকে। এছাড়াও ৭৩০ কর্ম দিবসের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রূপসা সবুজ সংঘ।