
খুলনা প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এর বিশেষ উঠান বৈঠক ২৭ মে শনিবার দুপুর ২ টায় কাজদিয়া ঈদগাঁ চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূশের্দী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে, স্বাগত বক্তৃতা করেন উপজেলা তথ্য কর্মকর্তা দিলশান আরা। উপজেলা প্রশাসন এর আয়োজনে ও তথ্য কেন্দ্র এর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শিক্ষা কর্মকর্তা মো:আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ, উপজেলা কৃষকলীগের সভাপতি আ: মান্নান শেখ, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ, ইলিয়াজ শেখ, ফম ওহিদুল ইসলাম, নাজির শেখ, মুছা লস্কর, যুবলীগ নেতা খায়রুজ্জামান সজল, সৈয়দ হেলাল, শফিকুর রহমান ইমন, কাজল, অজ্ঞন, ওয়াসকুরুনী বাবু প্রমূখ।