খুলনার রূপসায় যুবলীগের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা যুবলীগের সাবেক সদস্য নাসির হোসেন সজল, হারুন মোল্লা, প্রদীপ বিশ্বাস, বাসুদেব রায় চৌধুরী, উজ্জল দাস, কামরুজ্জামান সোহেল, সরদার জসিম উদ্দিন, সুব্রত বাগচী, বাদশা মিয়া, ইউনিয়ন যুবলীগের আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,তারেক আজিজ,শামীম হাসান লিটন, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, শাহনেওয়াজ কবীর টিংকু, সাইফুল ইসলাম শাওন, ফরিদ শেখ, শেখ সাগর।
মিছিলে উপস্থিত ছিলেন, যুবলীগের
ফরিদ শেখ, সৈয়দ হেলাল, শফিকুর রহমান ইমন, আজিজুল ইসলাম, হায়দার আলী, মারুফ খান, এ্যাড:ফিরোজ আহমেদ, এইতেশামুল হক অপু, আবদুল্লাহ আল মামুন, আশিকুজ্জামান, সোহেল শেখ, ওয়াসকুরুনী বাবু, জাফর সরদার, বাকী বিল্লাহ, পারভেজ শেখ, বাবু শেখ,সাইফুল ইসলাম, ইয়াকুব শেখ, ছাত্রলীগের আরিফুর রহমান কাজল, অঞ্জন, হিমল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.