নাহিদ জামান, খুলনা প্রতিনিধি
রূপসায় বিভিন্ন ইট ভাটায়, পরিবেশ অধিদপ্তর ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ লক্ষ টাকা জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে, উপজেলার শ্রীরামপুর চর এলাকায় ৮টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার দায়ে, মোবাইল কোর্ট পরিচালনা করে ফারুক ব্রিকস- ১ কে লক্ষ ৫০ হাজার, ফারুক ব্রিকস- ২কে ১ লক্ষ, সনি ব্রিকস কে ১ লক্ষ ৫০ হাজার, নিউ এম এম এস ব্রিকস কে ৫০ হাজার, হাজেরা ব্রিকস কে ১ লক্ষ ৫০ হাজার, মুন ষ্টার ব্রিকস কে ১ লক্ষ ৫০ হাজার, এম এন এস ব্রিকস কে ১ লক্ষ এবং রিফাত ব্রিকস কে ৫০ হাজার টাকা সর্বমোট ৯,০০০০০/- (নয় লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩(সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক মারুফ বিল্লাহ, পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়, খুলনা। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।