
নাহিদ জামান, খুলনা প্রতিনিধি :
জীবনে ও সাথী, মরণেও সাথী” “সেবা নিন, সুস্থ থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ইলাইপুরে আঞ্জুমান- দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎস সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম এর ট্রাস্টি ও সহ-সভাপতি এবং চেয়ারম্যান কো-অর্ডিনেশন কমিটির মো:আজিম বখ্স। সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব ও মুফিদুলের নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান।
সুপ্রিম কোর্ট এর এডভোকেট মো: সফিউল আলম সুজন এর পরিচালনায় অনুষ্ঠানে ম্বাগত বক্তৃতা করেন সাবেক যুগ্ম সচিব, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর দাতা সদস্য ও আজিবন সদস্য আলহাজ্ব এস এম হারুনার রশিদ ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সদস্য, সাবেক সিনিয়র সচিব মাহফুজুর রহমান, আলহাজ্ব আ:সালাম, আলহাজ্ব মো:হানিফ মো: আসলাম হোসেন, সাবেক অতিরিক্ত যুগ্ম সচিব মো শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাজমুল হোসাইন খান, আঞ্জুমান মুফিদুল ইসলাম এর খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মির্জা মো:নুরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর এজিএম আ:হালিম, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, শাহ আব্দুল হাই, এড. নুরুজ্জামান, ডা: ফয়সাল আহমেদ, এড. আরিফ রিপন, এস এম আমজাদ হোসেন, ওহিদুল ইসলাম, আলহাজ্ব শাহাজান, আলহাজ্ব লতিফুর রহমান, মুজাফফার শেখ, ফিরোজ শেখ, হাবিবুর রহমান, মো গোলাম রসুল আসমান, রহমান মিরিধা, জাহিদুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম, শহিদুল ইসলাম ঈমাম, নয়ন মিরিধা, সালমান শেখ, মনিরুজ্জামান মনি, আবুল হাসান হামিদি, হাসান গাজী, সিরাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য সাবেক সচিব হারুনার রশিদ নিজ নামীয় ২য় তলা বাড়ি ও ৬৭ শতক জমি আঞ্জুমান মুফিদুলে ইসলামে দান করেন।