
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ “সবার আগে সুশাসন’ জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ২৩ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি মো:সাজ্জাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো: শাহিন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা:শেখ সফিকুল ইসলাম,
মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এর পরিচালনায় বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মুক্তিযোদ্ধা আ:মালেক,শেখ তৈয়েবুর রহমান,রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, আনসার ভিডিপির বিপুল গাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।