
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ রূপসা উপজেলার কর্নপুর মোড় বাজারে পীর মোহাম্মদ বাবুর ফার্নিচার এর শো রুম ও কারখানায় ৩ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় আগুন লেগে ৭০ থেকে ৮০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়।এলাকাবাসী ও রূপসা ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
জানা যায় রূপসা উপজেলার নেহালপুর গ্রামের পীর মোহাম্মদ বাবু উদ্যক্তা হয়ে কর্নপুর মোড়ে রেড়িমেট দরজার কারখানা ও শো রুম গড়ে তোলে। কারখানায় প্রতিদিন ২২ থেকে ২৫ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। কারখানা ও শো রুম দেখাশুনা করে বাবুর ছেলে হুসাইন শেখ। দরজার চাহিদা বেশি থাকার কারনে ৩ আগষ্ট দিবাগত রাত ১২ টা পযন্ত শ্রমিকগন কাজ করে বাড়ী চলে যায় হটাৎ রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যার্থ হয়ে ৯৯৯ এ কল দিলে দ্রুত রূপসা উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে ছুটে এসে এলাবাসির সহায়তায় রাত আনুমানিক ৪ টার সময় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
দুর্ঘনার কথা শুনে ৪ আগষ্ট শুক্রবার সকালে কর্নপুর মোড়ে ছুটে যান রূপসা উপজেলা হাট বাজার বণিক সমিতির আহবাহক মোঃ জুলফিকার আলী, যুগ্ন আহবায়ক মোঃ নাহিদুজ্জামান, দেলোয়ার হোসেন, সদস্য সচিব আরিফুর রহমান। তাদের দেখে খারখানার মালিক বাবু কান্নায় ভেঙ্গে পড়েন এবং তার সব কিছু শেষ হয়ে গেছে বলে জানান। তারা ব্যাবসায়ী বাবু কে সান্তনা দেন এবং তাকে এই ক্ষতি পুষিয়ে উঠার জন্য সর্বাত্বক সাহার্য্য করবেন বলে জানান।
আগুন লাগার ব্যাপারে কারখারখানা ও শো রুমের মালিক বাবু জানান, রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে কিছুই বলতে পারবো না। আগুনে ম্যাশিন, কাট, রেড়ি দরজা সহ কোটি টাকার মত ক্ষতি হয়েছে। আমি নিস্ব হয়ে গেছি আমার জমান সকল সম্পদ দিয়ে স্বপ্নের খারখানাটি প্রতিষ্ঠা করেছিলাম।