
খুলনা প্রতিনিধিঃ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ১৮ মে বৃহস্পতিবার রূপসা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে সৈয়দ মোরশেদ আলম বাবু, সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক শেখ, কোষাধ্যক্ষ পদে নাহিদ জামান নির্বাচিত হন।
উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া দুপুর ১২টায় ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চলের স্টার্ফ রিপোর্টার কামরুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও ক্লাবের উপদেষ্টা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাইয়ুম।
এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি এম আসাসদুজ্জামান, সহ-সভাপতি এম মুরশিদ আলী, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক নাহিদ জামান, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য ইউসা মোল্লা, নুর ইসলাম, মিলন সাহা, মারুফ হোসেন, মুসা মোল্লা সবুজ, আব্দুল্লাহ আল মামুন, কোরবান শেখ, জাফরিনা বেগম,রুবি খাতুন, যুবলীগ নেতা সৈয়দ মুস্তাফিজুর রহমান হেলাল শফিকুর রহমান ইমন প্রমূখ।
আলোচনা শেষে মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়।