মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে নতুন বছরের প্রথম দিন বই বিতরণ উৎসব-২০২৩ পালিত হয়েছে।
রোববার( ১ জানুয়ারি) সকালে পৌরসহর দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবের মধ্যে বই বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি
মোহাম্মদ আবুল কাশেমে’র সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আল মামুন,
সহকারী শিক্ষা অফিসার মোঃ খাজা মাইন উদ্দিন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চন্দ্র সাহা,সহকারী শিক্ষক মো:মীর হোসেন, লোকমান হোসেন মজুমদার,সরোয়ার ইবনে আমিন, নিমাই সাহা সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।