
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসাম রেলওয়ে জংশনে টুল ভ্যানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকালে লাকসামের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রেলওয়ে থানা পুলিশ জানায়, গত ২৫ আগষ্ট রাতে লাকসাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসের পাশে থাকা একটি বগি থেকে ক্যারেজ টুল ভ্যানের তালা ভেঙে এক লাখ চুরান্নব্বই হাজার টাকার যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এ ঘটনায় লাকসাম রেলওয়ে ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী কার্যালয়ের হেড টিএক্সআর মো. জাকির হোসেন অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে রেলওয়ে এলাকা থেকে দুইজন এবং লাকসাম উপজেলার মুদাফরঞ্জ ইউনিয়নের হলুদিয়া থেকে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- লাকসাম পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের রুস্তুম আলীর ছেলে সাগর হোসেন একই গ্রামের মোজাম্মেল হক খোকনের ছেলে মো. আফসারুল ইসলাম এবং লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামের সিরাজ ভান্ডারী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে ভাঙারি ব্যবসায়ী নুরে আলম।
পুলিশ প্রথমে সন্দেহভাজন সাগর হোসেন ও মো. আফসারুল ইসলামকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের হলুদিয়া এলাকার একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে রেলওয়ের ক্যারেজ টুল ভ্যানের কিছু যন্ত্রপাতি উদ্ধার করে। পরে ওই দোকানের মালিক নুরে আলমকে আটক করে।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যারেজ টুল ভ্যানের যন্ত্রপাতি চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং হলুদিয়া এলাকার একটি ভাঙারি দোকান থেকে চুরি হওয়া কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।