ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লাকসাম জংশন থেকে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুল ভ্যানে চুরি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন থেকে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুল ভ্যানের প্রায় দুই কোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার সকালে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ সহকারী পরিবহন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গত শুক্রবার এ চুরির ঘটনা ঘটেছে বলে দাবী করে থানায় একটি মামলা করা হয়েছে।
স্থানীয় রেল সূত্র জানায়, রেলওয়ে দূঘর্টনা কবলিত বগি উদ্ধারের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বহন ও সংরক্ষণে এ বিশেষ বগিটি ব্যবহার করা হয়। এ রেল বগিটি রেলওয়ে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর ইনচার্জ ট্রেন এক্সজামিনার (হেড টিএক্সআর) এবং ওই বিভাগের স্টোর মুনসি দায়িত্বে থাকে। এটি প্রতিদিন সকাল ৯ টায় ও বিকেল ৫ টায় দু বেলা চ্যাকিং করার নিয়ম রয়েছে হেড টিএক্সআর ও স্টোর মুনসির। এ বগিটি দীর্ঘ দিন ধরে রেলওয়ে জংশনের উত্তর পাশে সংরক্ষিত একটি পকেট লাইনে রাখা হয়।
মামলাও স্থানীয় সুত্র জানায়, গত শনিবার ৪ নং আপ সমতট এক্সপ্রেস ট্রেনের ৪০১ নং কোচ এস এর সেলভেজ করার জন্য দুপুর ১২ টায় জ্যাক স্ক্রু সহ মালামাল আনতে এটিক্সআর কফিল উদ্দিন ও ফিডার স্টাফ হরে কৃষ্ণ গিয়ে দেখেন এর তালাটি ভাঙ্গা। পরে তারা খুলে দেখেন টুল ভ্যানে জেনারেটর ও কাঠের কয়েকটি স্লিপার ছাড়া কিছুই নেই।
এদিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক আবিদুর রহমান জানান, এ ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তাকে প্রধান করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী পরিদর্শক ও যান্ত্রিক বিভাগের সহকারী কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, শনিবার রাতে ওই টুল ভ্যানের ৫৬ টি বিভিন্ন মালামাল চুরির একটি অভিযোগ দায়ের করেন হেড টিএক্সআর জাকির হোসেন। অভিযোগে উল্লেখ করা হয় ২৫ আগস্ট শুক্রবার রাত ৭ টা থেকে ২৬ আগস্ট শনিবার দুপুর ১২ টার মধ্যে এ চুরি ঘটনা ঘটেছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রেল কর্মকর্তা এ চুরির অভিযোগ রহস্যজনক ও সাজানো, দাবী করে বলেন, এ বগিটি রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসের পাশে থাকে। পাশাপাশি সেখানে রেলওয়ের বাউন্ডারি দেয়ালও রয়েছে। পাশে রাস্তা দিয়ে সব সময় যানবাহন ও মানুষ চলাচল করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাকসাম জংশন থেকে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুল ভ্যানে চুরি

আপডেট সময় ০৬:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন থেকে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর টুল ভ্যানের প্রায় দুই কোটি টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার সকালে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ সহকারী পরিবহন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গত শুক্রবার এ চুরির ঘটনা ঘটেছে বলে দাবী করে থানায় একটি মামলা করা হয়েছে।
স্থানীয় রেল সূত্র জানায়, রেলওয়ে দূঘর্টনা কবলিত বগি উদ্ধারের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বহন ও সংরক্ষণে এ বিশেষ বগিটি ব্যবহার করা হয়। এ রেল বগিটি রেলওয়ে ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোর ইনচার্জ ট্রেন এক্সজামিনার (হেড টিএক্সআর) এবং ওই বিভাগের স্টোর মুনসি দায়িত্বে থাকে। এটি প্রতিদিন সকাল ৯ টায় ও বিকেল ৫ টায় দু বেলা চ্যাকিং করার নিয়ম রয়েছে হেড টিএক্সআর ও স্টোর মুনসির। এ বগিটি দীর্ঘ দিন ধরে রেলওয়ে জংশনের উত্তর পাশে সংরক্ষিত একটি পকেট লাইনে রাখা হয়।
মামলাও স্থানীয় সুত্র জানায়, গত শনিবার ৪ নং আপ সমতট এক্সপ্রেস ট্রেনের ৪০১ নং কোচ এস এর সেলভেজ করার জন্য দুপুর ১২ টায় জ্যাক স্ক্রু সহ মালামাল আনতে এটিক্সআর কফিল উদ্দিন ও ফিডার স্টাফ হরে কৃষ্ণ গিয়ে দেখেন এর তালাটি ভাঙ্গা। পরে তারা খুলে দেখেন টুল ভ্যানে জেনারেটর ও কাঠের কয়েকটি স্লিপার ছাড়া কিছুই নেই।
এদিকে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক আবিদুর রহমান জানান, এ ঘটনা তদন্তে সহকারী পরিবহন কর্মকর্তাকে প্রধান করে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী পরিদর্শক ও যান্ত্রিক বিভাগের সহকারী কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, শনিবার রাতে ওই টুল ভ্যানের ৫৬ টি বিভিন্ন মালামাল চুরির একটি অভিযোগ দায়ের করেন হেড টিএক্সআর জাকির হোসেন। অভিযোগে উল্লেখ করা হয় ২৫ আগস্ট শুক্রবার রাত ৭ টা থেকে ২৬ আগস্ট শনিবার দুপুর ১২ টার মধ্যে এ চুরি ঘটনা ঘটেছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রেল কর্মকর্তা এ চুরির অভিযোগ রহস্যজনক ও সাজানো, দাবী করে বলেন, এ বগিটি রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসের পাশে থাকে। পাশাপাশি সেখানে রেলওয়ের বাউন্ডারি দেয়ালও রয়েছে। পাশে রাস্তা দিয়ে সব সময় যানবাহন ও মানুষ চলাচল করে।