
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর এড.বদিউল আলম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশ
পাশের থেকে ছুটে আসে প্রায় ৩শতাধিক ভাসমান ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও পথশিশুরা। পরে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুশৃঙ্খলভাবে তাদের হাতেও এডভোকেট বদিউল আলম সুজন শীতবস্ত্র তুলে দিয়েছেন। শীতবস্ত্রগুলো পেয়ে বেজায় খুশি হতে দেখা যায় এসব দুঃস্থ শীতার্তদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে এডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম প্রেসক্লাব একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই লাকসাম প্রেসক্লাবের মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় এখন থেকে এগিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় শীতার্তদের এখন শীতবস্ত্র দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, যুগ্ন আহবায়ক আরিফুর রহমান স্বপন, আহবায়ক সদস্য চন্দন সাহা, সাংবাদিক মোজাম্মেল হক আলম, শাহ নুরুল আলম প্রমুখ।