লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : লাকসাম ফজলুল উলুম মাদরাসা ও ফজলুল উলুম মহিলা মাদরাসায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রোববার (২৫ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। লাকসাম পৌর শহরের রাজঘাটস্থ মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে নসিহত করেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, নোয়াখালী নাজিরপুর মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা আব্দুর রহমান, ঢাকা যাত্রাবাড়ী দারুল ইসলাম কওমি মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি ওসমান গনি, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’র পরিচালক মাওলানা আবু সুফিয়ান, লাকসামের বিনই মদিনা জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী খোরশেদ আলম সিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া মাদানীনগর কারেমীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুজ্জাম্মেল হক ফারুকী, রাজঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আফজাল হোসাইন।
মুহতামিম মুফতি ইউনুস খন্দকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে মাদরাসার ১৩ জন নতুন হাফেজ-হাফেজাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
ওয়ার্ড কাউন্সিলর মুনছুর আহমদ মুন্সির সভাপতিত্বে ও শিক্ষক নুরুল ইসলাম রনির পরিচালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, আতাকরা স্কুল এন্ড কলেজের সভাপতি মঞ্জুরুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আবদুর রহিম, যুবলীগ সভাপতি রবিউল হোসেন, মাদরাসার সহ-প্রধান মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষা সচিব মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ।
মাদরাসার মুহতামিম মুফতি ইউনুস খন্দকার জানান, এ বছর ৯ জন ছাত্র ও ৪ জন ছাত্রি নতুন হাফেজ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, আরাফাত মজুমদার নাহিদ (লুধুয়া, নাঙ্গলকোট), আরাফাত হোসেন (মির্জাপুর, সাতপুকুরিয়া), আরমান হোসেন (বিনয়ঘর), জহিরুল ইসলাম রাহাদ (গোহারুয়া), কাউছার আহমেদ (বাইশগাঁও), আবু নোমান (বাঙ্গড্ডা), জোনায়েদ হোসেন (ভাউপুর), মাহফুজুর রহমান (বিনয়ঘর), সাইমুন ইসলাম (রাজঘাট); নুর হামিদা আক্তার (সালেপুর), নাদিয়া সুলতানা নাছরিন (পলকোট), উম্মে জান্নাতুল ফিহা (বড় বাউরতলা) ও জান্নাতুল ফেরদাউস বৃষ্টি (আতাকরা)।
সংবাদ শিরোনাম
লাকসাম ফজলুল উলুম মাদরাসায় ৫ম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০১:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- ৩০২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ