(আগরতলা ২৫/১২/২০২০)
কৃষকের মাথায়
লাঠির আঘাত
দিচ্ছ গায়ে গরম জল,
ফসল ফলায়
সবার জন্য
তাই বলে এই কর্মফল !
রাজপথে
কাঁদছে তারা
আইনের জালে আটকা আজ,
আহারে দেশ
করলি অবাক
একটুও কি নাইরে লাজ ?
গামছা পরা
নাঙ্গা ভূকা
কাদামাটি তার পায়ে ,
এই জন্যই কি
দিচ্ছনা দাম
ঘামের গন্ধ তার গায়ে |
অন্যের পেটের
খাবার যোগায়
নিজের বেলায় উপবাস,
তাদের পিঠে
লাঠির আঘাত
করছো একি সর্বনাশ ?
সবার ঘানি
ঘুরায় যারা
এক ফোঁটাও চায়না তেল,
না পেয়েও
থাকে খুশি
আজকে তাদের হচ্ছে জেল |
দোষ কি তাদের
বলবে কে আজ
কেউ যে তাদের আপন নয়,
যাদের জীবন
বাঁচায় তারা
আজকে তারাই দেখায় ভয় |
বুক ভাসে তার
চোখের জলে
কৃষি পণ্যের পায়না দাম,
গুলি বোমা
টিয়ার গ্যাসে
ভুলিয়ে দিচ্ছ বাপের নাম |