সম্প্রতি জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে আগুনে পুড়ে যাওয়া ব্যাবসা প্রতিষ্টানের ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় চেম্বারের আয়োজনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যাবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ চলাকালে বিএনপির একটি মিছিল এসে পার্শ্ববর্তী বুড়িরবাজারে স্থানীয় ব্যাবসায়ীদের দোকানপাটে আগুন জ্বালিয়ে দেয়। এতে ১০ টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ব্যাবসায়ীদের দোকানপাট তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছিলেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, পরিচালক সাখওয়াত হোসেন, আব্দুল খালেক বাবু, আওলাদ হোসেন লিটন, সাইফুল ইসলাম, রমজান আলী সুজন, শাহাদাত বাবু, লাভলু প্রামানিক।