লালমনিরহাট প্রতিনিধি: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাট এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে লালমনিরহাট বুদ্ধি প্রতিবন্দী ও অটিস্টিক বিদ্যালয়ে ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
শনিবার সকালে শহরের বানহার্ড কিন্ডার গার্টেন ও ইনক্লুসিভ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুজাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন অবঃ আজিজুল হক বীর প্রতিক।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।