
শখের রাধুঁনির আয়োজনে কুমিল্লায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী রোজ শুক্রবার কুমিল্লা শহরের গ্র্যান্ড ক্যাসেল হোটেল এন্ড রেস্টুরেন্টের হল রুমে জনপ্রিয় রান্নার গ্রুপ শখের রাধুঁনি কর্তৃক আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলভার ডেভেলপার্স লি: চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: আমিনুল ইসলাম টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এড. ফাহমিদা জেবিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী মো: কামাল উদ্দিন, সাংবাদিক সাইফুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, চান্দিনা টাইলস গ্যালারীর স্বত্ত্বাধীকারী জাকির মুন্সী। অনুষ্টানটি পরিচালনা করেন শখের রাধুঁনির পরিচালক জিনিয়া চৌধুরী ও মাহমুদুল হাসান তোহা। পিঠা উৎসবে ১০ জন রাধুঁনি অংশগ্রহণ করেন। নির্বাচিত সেরা ৩ জন রাধুঁনি সহ অংশগ্রহণনকারী সকল রাধুঁনিকে আয়োজক শখের রাধুঁনি পক্ষ থেকে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলার আয়োজন করা হয়। সেই সাথে অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন ভারতীয় মিরাক্কেল প্রোগ্রামের সুপারস্টার মো: কায়কোবাদ, বাউল সংগীত পরিবশেন করেন বয়াতি মো: রবিউল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি।