মোঃ কামরুজ্জামান সেন্টু, শাহরাস্তি
চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর/২৩) সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আলমের নেতৃত্বে অফিসার ও ফোর্স সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজা জিআর, জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৯ আসামিদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জিআর-১৫২/১৭ মামলায় দেবকরা গ্রামের আনিছুর রহমান খোকনের কন্যা আয়েশা আক্তার কিরণ, মৃত আঃ গফুরের পুত্র আলী হোসেন, মৃত মাইনুদ্দিনের পুত্র ইউসুফ, আসাদ উল্লাহর পুত্র ইয়াছিন, নিজমেহার গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র জাহাঙ্গীর হোসেন, মৃত মমিন মিয়ার পুত্র জামাল হোসেন, কুরকামতা গ্রামের মৃত আকবর আলী খানের পুত্র তুহিন খান।
সাজা জিআর-১৩৫/১৮ মামলায় টামটা গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ শামীম হোসেন, সিআর-৩১২/২০২৩ মামলায় আতাকরা গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র মেহেদী হাসান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।