
মোঃ কামরুজ্জামান সেন্টু, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে স্বেচ্ছাসবী সংগঠন সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গরিব অসহায় রোগীরা এই সেবা নিয়েছেন।
সকাল ১০ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হৃদরোগের কন্সালটেন্ট ডাঃ মোঃ আহসানুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, যুগ্ন সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সজাগ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক এমরান হোসেন সাদ্দাম, প্রেসক্লাবের সহ সম্পাদক ও সজাগ ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য ফয়েজ আহমেদ, সজাগ ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ আবু মুছা আল শিহাব প্রমুখ।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন, হৃদরোগের চিকিৎসক মোঃ আহসানুল কবীর, ডায়াবেটিস চিকিৎসক মেহেদী হাসান মজুমদার, মেডিসিন চিকিৎসক আফতাবুল আলম হিরু, গাইনী চিকিৎসক রাবেয়া আক্তার, লিভার ও পরিপাকতন্ত্র চিকিৎসক মোঃ আবু নাসের শাকিল, নাক কান ও গলা চিকিৎসক জাকারিয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চিকিৎসক নাজমুল হাসান, চর্ম ও মেডিসিন চিকিৎসক কামাল হোসেন পলাশ, মা ও শিশু চিকিৎসক আশরাফুজ্জামান শোভন, চক্ষু চিকিৎসক রিপন চন্দ্র দাস, টেকনোলজিষ্টদের মধ্যে চিকিৎসা সহায়তা দেন জাকির হোসেন, রাখাল চন্দ্র দাস, দীপক চন্দ্র শীল, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ।
কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফাহাদ, দপ্তর সম্পাদক হাসান আহমেদ বাবলু, সহ-সম্পাদক আবুল বাশার, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল আরেফিন তুহিন, কার্যকরী কমিটির সদস্য ওমর ফারুক, অপু চক্রবর্তী, তরুণ মজুমদার, খোরশেদ, তামিম, হৃদয়, রবিন, সাব্বির, ইব্রাহিম ও ব্লাড বিষয়ক সম্পাদক মহিউদ্দিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।