(আগরতলা ২৪/১২/২০২০)
খেজুরের রস
মুড়ির মোয়া
বিন্নি ধানের খৈ,
উঠুন ভরা
শীতের সকাল
শিশুদের হৈ চৈ |
পিঠে পুলি
ঢেঁকির চিরে
ঠাকুরমায়ের পান,
দাদুর হাতে
বেতের লাঠি
গুনগুনিয়ে গান |
দেখতে কিংবা
শুনতে হলে
কিংবা খেতে হলে,
আমাদের গাওয়ে
এসো বন্ধু
পউষের শীত সকালে |
আসো যদি
তোমায় দেবো
পায়েস ভরা বাটি,
অনাবিল
শান্তি দেবো
দারুন পরিপাটি |