অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সারাদেশে ন্যায় মোংলায় ও আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই পৌর শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বান সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম ও উপজেলা ও পৌর আওয়ামী লীগ বিভিন্ন নের্তৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ’সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা কর্মীরা এ আনন্দ মিছিলে অংশ নেন।