
নজরুল নাঈম, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ওমর ফারুক বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ১৫ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম(জিল্লু) পেয়েছেন ১৩ হাজার ১১০ ভোট। এছাড়া টিউবওয়েল প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন সন্দ্বীপী পেয়েছেন ৩০৯৮ ভোট। ভোটারের উপস্থিতির হার ১৩ দশমিক ১৩ শতাংশ। সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান তালা প্রতীকের প্রার্থী ওমর ফারুককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্র থেকে বিশেষকরে উত্তর সন্দ্বীপের কেন্দ্রগুলো থেকে চশমা প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন প্রার্থী মো. ইব্রাহীম জিল্লু। দুপুর দুইটা পর্যন্ত কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা আশা প্রকাশ করেন শেষ পর্যন্ত ভোটের পরিবেশ একই রকম থাকবে।
উল্লেখ্য, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজার ৭৬৩জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৬ টি। আর ভোটকক্ষের সংখ্যা ৫৭২ টি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নির্বাচনে ৮ জন ম্যাজিস্ট্রেট, র্যাবের ৬ টি টিম, ৫ প্লাটুন কোস্টগার্ডসহ ৭ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছে।