সেন্টু রঞ্জন চক্রবর্তী
এখন ঝাঁঝালো বক্তৃতার দিন নয়
ভাষণের ফুলঝুরি ছুড়ে দিয়ে চলো
তীব্র প্রতিরোধ করি,
কথা নয়
গোলার মতো শব্ধ চাই,
ছন্দ নয়
হাতুড়ির মতো কঠিন গদ্য চাই।
হাত উঁচিয়ে অলীক ভগবানের কাছে আর প্রার্থনা নয়
দয়া আর দাক্ষিণ্যকে ঘৃণা করার সময় এসেছে,
গল্প করে হাজার বছর গেছে,
গণতন্ত্রের নামে আমাদের আধুনিক দাস করার আঁতুড়ঘরে এবার আগুন জ্বালাতে হবে,
সমাজতন্ত্রের কথা বলে নতুন বুর্জুয়া তৈরীর কুটকৌশল চীরতরে ধ্বংস করার অগ্নিমন্ত্রে দীক্ষিত
সৈনিকেরা এবার জেগে উঠো।
সমাজ নিয়ে শিশুর মতো নদীপাড়ে বালির খেলাঘর যারা গড়ে
তাদের সে বিলাসী স্বপ্নকে বাতাসে মিশিয়ে দেওয়ার দিন সমাগত,
এখন বিদ্রোহ চাই
ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলতে রাজপথে কাঁপিয়ে তুলতে হবে,
বন্ধুগন
সময়ের দাবি নিয়ে এসেছি
আসুন সম্মিলিত হয়ে শতাব্দীর জঞ্জাল অপসারণ করে নতুন বাসযোগ্য পৃথিবী গড়ি
(আগরতলা ১৬/০৫/২৩)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.