
মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। এর জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি।
সোমবার (২৪ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনার বরাবর দেয়া চিঠিতে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়ার কথা বলেছে দলটি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে সমাবেশের অনুমতি চেয়ে দেয়া চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ডিএমপির তরফ থেকে এখনো অনুমতি মেলেনি বলে জানিয়েছেন তিনি।
এর আগে, দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ২৭ জুলাই মহাসমাবেশের দিন রাজধানীতে যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি সরকারি দলকে সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বান জানান।