ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘ইতিহাস সংরক্ষণ পরিষদ’এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইলের ইতিহাস ও ঐতিহ্যকে স্বচ্ছতার সাথে জাতির সামনে তুলে ধরার লক্ষে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে। সভায় উপজেলার ৯ টি ইউনিয়নের লেখক গবেষক সাহিত্য সংস্কৃতিমনা জ্ঞানীগুণী ব্যক্তিদের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটি দ্রুত একটি প্রকাশনা বের করার সিদ্ধান্ত নিয়েছে। ৪ সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়েছে এটি বাস্তবায়নের লক্ষ্যে।
শনিবার (০১এপ্রিল) বাদ আছর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংগঠনটির সহসভাপতি ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সঞ্চালনায়, সাবেক সাংসদ ও সংগঠনের সভাপতি এড. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ লেখক ও গবেষক সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম, দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ, মহিলা কলেজের প্রভাষক মো. রূহুল আমীন রুবেল, উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, সম্পাদক সুমন পারভেজ, উপলদ্ধির নির্বাহী পরিচালক ও ডিপিএফ’র সম্পাদক মো. শরীফ উদ্দিন, ন্যাপ নেতা আব্দুল জব্বার, জাতীয় ছাত্র সমাজ নেতা মজিদ বক্স, সাংবাদিক মোরাদ খান, সাংবাদিক দীপক কুমার দেবনাথ প্রমূখ।
সভায় বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সকলের মতামত ও কাজের দ্বারা সরাইল তথা সরাইলের ইতিহাস ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত সকলে । সবশেষে দোয়া ও উপজেলা চেয়ারম্যানের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.