
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই শ্লোগান কে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে শোভাযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ নোমান মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।