প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৩, ৯:১৭ এ.এম
সরাইলে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ সম্পন্ন

মঙ্গলবার (৯ মে ২০২৩ খ্রিঃ,) সরাইল কৃষি সস্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষেঅ এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন জেলার উপ-পরিচালক সুশান্ত সাহা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ শারমিন জুই।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনা প্রকল্পের আওতায় ০২ (দিন) ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পুষ্টি চাহিদা নিশ্চিত ও অনাবাদি পতিত জমিগুলোকে আবাদের আওতায় এনে বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার আহ্বান জানান।
পরে উপস্থিত সকল কৃষকের মাঝে চারা গাছ ও বীজ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.