
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিখোঁজ হয়।দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল থেকে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক’র ছেলে ও আলী মনছুর একই গ্রামের আসাদ আলী’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সরাইল ফায়ার সার্ভিসের একটি টিম ও ভৈরব থেকে ২ জন ডুবুরি সদস্য এসে উদ্ধার তৎপরতা চালায়। সকাল ১১টার দিকে পানির নিচ থেকে মাটি চাপা অবস্থায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম নামে একজন জানান, কালিকচ্ছ বিশুতারা গ্রামের হুমায়ূন কবির ও আজহার মিয়ার ড্রেজার মেশিনে দীর্ঘদিন ধরে কাজ করছি। এর ধারাবাহিকতায় গত মাস খানেক যাবৎ হাসান মিয়ার পুকুর খননের কাজ করে আসছি। বুধবার রাত ১১টার দিকে কাজ করার সময় পাড় ভেঙে ৩ জন নিচে চাপা পরে যায়। এক পর্যায়ে আমি জীবিত ফিরে আসলেও আমার দুই ভাই নিখোঁজ হয়।
সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।